এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজণীতি

ভোট না দিয়েই কেন্দ্র ছেড়েছেন গয়েশ্বর চন্দ্র রায়

ভোট গ্রহণের অনিয়ম ও দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করে ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফেরত এসেছেন ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান তিনি। সেখানে ভোট গ্রহণের অনিয়ম ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ধানের শীষের এই প্রার্থী। পরে তিনি নিজের ভোট না দিয়েই কেন্দ্র থেকে চলে আসেন।

বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় রোববার দুপুরে বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় আমার ভোটকেন্দ্র আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি জনগণ ভোট দিতে পারছে না। আমার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। যেখানে আমার নেতা-কর্মী ও জনগণ ভোট দিতে পারছে না, আমার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে—সেখানে আমি ভোট দিব কেন? তাই ভোট না দিয়ে আমি কেন্দ্র থেকে চলে এসেছি।

সংসদীয় আসনের ১০৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৫টিতে এজেন্ট দিয়েছিলেন জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাত্র দুটি কেন্দ্রে এজেন্ট দিতে পারিনি। এ জন্য ওইসব কেন্দ্রে গত রাত থেকেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা জালভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখে। জালভোটের বিষয়ে ডিসি, ম্যাজিস্ট্রেটদের একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি। আমার অভিযোগ শোনেননি। সুষ্ঠু ভোট হলে জনগণ আমাদের ভোট দিত। ৭০ শতাংশ ভোট আমরা পেতাম।

ভোটে কারচুপির অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে ভুয়া ভোট হচ্ছে, কারচুপি হচ্ছে। এটার নায়ক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটাই এর প্রমাণ।’

আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসমা বেগম বলেন, ‘শুনেছি বিএনপি প্রার্থী গয়েশ্বর বাবু এ কেন্দ্রে ভোট দিতে এসে, ভোট না দিয়ে চলে যান। এখানে কোনো অনিয়ম বা কোনো অভিযোগ থাকলে এ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা হিসেবে আমাকে জানাতে পারতেন। অথচ তিনি কাউকে না জানিয়ে এখান থেকে চলে গেলেন।’ তিনি আরও বলেন, ‘এ কেন্দ্রের অনিয়ম বা এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি আমাকে জানানো হলে, আমি সমস্যার সমাধান করতাম কিনা—সেটা তিনি দেখতেন। এভাবে চলে গিয়ে অভিযোগ করা ঠিক হয়নি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official