কাজী সাইফুল :
ভয়াবহ আগুনে জ্বলছে বরিশালের নলছিটি খাসমহল পুকুরের পাড়। পুকুরের পাড়ের প্রায় ত্রিশটি ঘরবাড়ি পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটকাজ করছে আগুন নিভাতে। প্রথম ইউনিট এর চেষ্টায় দক্ষিণ পাশের ঘরগুলো রক্ষা পেয়েছে। পরবর্তীতে আরও একাধিক ইউনিট এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে পুড়ে যাওয়া ঘরগুলো টিনের ঘর হওয়ায় তেমন কোনও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। কোনও মালামাল যেন লুঠপাট না হতে পারে সেজন্য পুলিশের বেশ কড়া নজরদারি করতে দেখা গেছে। আগুন নেভাতে আন্তরিকতার কমতি ছিলনা এলাকার তরুণদের। ইতিমধ্যে রাত ৭.৩০ মিনিটে সরেজমিনে পরিদর্শন করছেন নলছিটি উপজেলার মাননীয় ইউএনও মহোদয়।আগুন লাগার প্রকৃত কারন এখনও যানা যায়নি।
বিস্তারিত আসছে:::::