15 C
Dhaka
ডিসেম্বর ১২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ডিএমপির আদাবর থানায় দায়ের করা মামলার আসামির কাছে টাকা দাবি করায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই-এর নাম শাহিন পারভেজ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। আমার লোক যে সব ভালো তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল (রোববার) একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি মামলা বাণিজ্যে জড়িত ছিল।

ডিএমপি কমিশনারের বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার কাছে একটি হত্যা মামলা ছিল।

জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রাতেই তাকে প্রত্যাহার করা হয়। তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

banglarmukh official

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

banglarmukh official

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

banglarmukh official

কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

banglarmukh official

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official