এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা প্রচ্ছদ ফুটবল

‘মেসির যুগে খেলায় দুর্ভাগা রোনালদো’

‘কে সেরা’-এই বিতর্ক কি থামবে? পেলে-ম্যারাডোনারটাই থামেনি। মেসি-রোনালদোরটা থামবে কিভাবে? ক’দিন আগে রিয়াল তারকা মার্সেলো বললেন, সম্প্রতি পাঁচ নাম্বার ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড হাতে তোলা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই বিশ্বের সেরা ফুটবলার মনে হয় তার।

এবার ঠিক উল্টো কথা বললেন বার্সেলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিক। তার মতে, পাঁচবার ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেও মেসির উচ্চতায় যেতে আরও সময় লাগবে রোনালদোর। আর্জেন্টাইন জাদুকরের আমলে জন্ম নিয়ে রোনালদো ভুল করেছেন বলেও খোঁচা দিয়েছেন তিনি।

রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর রোনালদোকে নিয়ে কথা বলেন রাকিতিক। মেসির সঙ্গে তুলনায় এনে পর্তুগিজ যুবরাজকে পিছিয়েই রাখেন তিনি, ‘সেরার যুগে একই সময়ে খেলতে হচ্ছে বলে ক্রিশ্চিয়ানো দুর্ভাগা। তার প্রতি সম্মান রেখেই বলছি, আমার চোখে লিও অতুলনীয়। সেই একমাত্র নাম্বার ওয়ান। রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে লড়তে হচ্ছে।’

এদিকে, আগামী জানুয়ারিতে বার্সা ছেড়ে দেবার গুঞ্জন শোনা যাচ্ছে হাভিয়ের মাচেরানোর। যদিও রাকিতিক এমন গুঞ্জনকে উড়িয়েই দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা এ সম্পর্কে কিছুই জানি না। নিজেদের ভালোর জন্য ক্লাব যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। মাচেরানো দলের গুরুত্বপূর্ণ সদস্য। তার প্রতি সবার সমর্থন আছে। আমরা তাকে আরও সময় এখানে দেখতে চাই।’

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official