কিছুক্ষণ আগেও লুইস ঝড় বইছিল মিরপুরে। বাংলাদেশের কোনো বোলারকে পাত্তা দিচ্ছেন না তিনি। ছক্কা আর চারের বন্যা বইয়ে দিচ্ছিলেন এভিন লুইস। মাত্র ১৮ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন এই ক্যারিবীয় ওপেনার।
অবশেষে লুইস ঝড় থামালেন রিয়াদ। আউট হওয়ার আগে ৩৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেন লুইস। ৮ ছক্কা এবং ৬টি চারে ইনিংস সাজান এই ক্যারিবীয় ‘দানব’।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে এখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১২৯ রান।
সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সুতরাং, আজ যারা জয় পাবে তারা সিরিজ জিতে নিবে। আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভোর পরিবর্তে একাদশে ঢুকেছেন শেরফানে রাদাফোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে রাদারফোর্ডের এটি অভিষেক ম্যাচ।
এর আগে সিলেটে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল ৮ উইকেটে। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩৬ রানে। টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।