নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করায় দলটির সভাপতি শেখ হাসিনা ও তার সহকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক জেডএম পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে জাতীয় এ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকে জানাই অকৃত্রিম ধন্যবাদ ও অভিবাদন।