তানজীল শুভ
দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মেডিকেল কলেজ হচ্ছে শেরে ই বাংলা মেডিকেল কলেজ। যেখানে বরিশাল এর বাহির থেকে ও ডাক্তার দেখাতে আসেন অনেক অসহায় রোগীরা। বলতে গেলে অসহায় রোগীদের শেষ সম্বল শেবাচিম হাসপাতাল। এখানে প্রতিদিন ই শত শত ব্যাগ রক্তের প্রয়োজন হয় এইসব রোগীদের। যাদের প্রায় ই অসহায়।
কিন্তু হাসপাতাল এর ব্লাড ব্যাংকে আগে সরকারী ব্লাড ব্যাগ এর মজুদ থাকলে ও বর্তমানে তা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়ে গেছেন অসহায় মানুষ গুলো। কয়েক মাস আগে ও যেখানে ব্যাগ দেয়া হত। সেখানে আজ বাহিরের কোন ফার্মেসী থেকে ব্লাড ব্যাগ গুলো কিনে নিতে হচ্ছে এই অসহায় মানুষদের। এখানে রক্তের সন্ধানে আসা অনেকের সাথে কথা বললে তারা জানান আগে যখন আমরা রক্তের জন্য আসতাম তখন আমাদেরকে ফ্রি তেব্যাগ দিত।কিন্তু এখন আমাদের তা ১৮০ টাকা থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে।যা আমাদের মত গরীব দের জন্য অনেক কষ্টের ব্যাপার। কারন আমরা এই ২০০ টাকা দিয়ে দুইটা ঔষধ কিনতে পারবো।
ব্লাড ব্যাংকে কর্মরত এক কর্মকর্তার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বাংলার মুখকে বলেন এখানেআমাদের কিছু করার নেই। আমাদেরকে সরকার আগে ব্যাগ সাপ্লাই দিত। যার কারনে আমরা রোগীদের ব্যাগ দিতে পারতাম। কিন্তু এখন আমরা সরকার থেকে কোন ব্যাগ পাইনা যার কারনে আমরা রোগীদেরকে ও দিতে পারি না। এ ব্যাপারে তার সাথে আর কথা বলতে চাইলে তিনি বলেন এর থেকে বেশি আমি আর কিছু জানি না