তানজীল শুভ
বরিশাল শেবাচিম মেডিকেলের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে নেই পর্যাপ্ত প্যাথলজিস্ট যার কারনে ভোগান্তি পোহাতে হয় হাসপাতাল এ আসা রোগীদের।রক্তের গ্রুপ নির্ণয় এবং ক্রস মেচিং করানোর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এইসব রোগীদের।যার কারনে অতিষ্ঠ হয়ে রোগীর লোক জনেরা ঝগড়া ও করে ব্লাড ব্যাংকে কর্মরত লোকদের সাথে।
এখানে অনেক জনের সাথে কথা বললে তারা জানান সেই সকাল থেকে বসে আছি কিন্তু এখন ও নাকি ক্রস মেচিং করা হয়নি। এভাবে চললে তো রক্ত নিয়ে যেতে যেতেই আমাদের রোগীরা মারা যাবে।ব্লাড ব্যাংকের এক কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন এখানে আমাদের কিছু করার নেই কেননা এখানে যথেষ্ট লোক না থাকার কারনে এই সমস্যাটি হচ্ছে।তারপর ও আমরা চেষ্টায় কমতি রাখি না।
এখন এর কারনে যদি রোগীর লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে তাহলে আমাদের কিছু করার নেই।।।।।। তাই অনেকেই মনে করেন ব্লাড ব্যাংকে যদি পর্যাপ্ত জনবল নিয়োগ দেয়া হয় তাহলে এই সমস্যার সমাধান খুব তারাতারি ই ঠিক হয়ে যাবে।এবং এখানে সেবা নিতে আসা রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে রোগীর লোকজন মনে করেন