জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এই স্বপ্নকে ভুলন্ঠিত করার জন্য একটি অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পরও ক্ষান্ত হয়নি। কিন্তু শেখ হাসিনা অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। মুসলিম, হিন্ধু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল ধর্মের মানুষ এ দেশে সকল অধিকার একই থাকবে।
আজ হুইপ ইকবালুর রহিম দিনাজপুর ধর্মপ্রদেশ ও উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে কসবাস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল প্রাঙ্গণে বড়দিন উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম, শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ওমেয়াত্মানন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, রাজারামপুর জপমালা রানী মারীয়ার তীর্থ মন্দিরের ফাদার বাইয়ো, পিমে, উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আহবায়ক মি. যোগেন জুলিয়ান বেসরা প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে মাঝে খ্রীষ্টান সম্প্রদায়দের সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে শুভ বড় দিন উপলক্ষে কেক কেটে শুভ সূচনা করা হয়।