ডিসেম্বর ৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য নতুন সফটওয়্যার উদ্বোধন ভূমি উপদেষ্টার

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ জনবান্ধব ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চারটি সফটওয়্যারের মানোন্নয়ন ও একটি নতুন উদ্ভাবিত সফটওয়্যার জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন।

রোববার উপদেষ্টা ভূমি ভবনে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এসব সফটওয়্যারের ব্যবহার উন্মুক্ত করেন।

এ এফ হাসান আরিফ বলেন, ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের অধীন নতুন সফটওয়্যার চালুর ফলে ঘরে বসেই মানুষ ঝামেলাহীন ও স্বাধীনভাবে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নম্বর ও খতিয়ানসহ ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, সামাজিক হানাহানি, মামলা-মোকদ্দমা হ্রাস পাবে এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে।

তিনি স্মরণ করিয়ে দেন, জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের অন্যতম স্বপ্ন ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। আর নিরাপদ বাসস্থান হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। এজন্য প্রয়োজন একখণ্ড মান সম্মত ও নির্ভেজাল ভূমি।

ভূমি উপদেষ্টা বলেন, ২০১৭ সালে সারা দেশে অনলাইনে নামজারি সেবা চালু হলেও বর্তমানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নততর সংস্করণ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নামজারি আবেদন পদ্ধতি আরও সহজীকরণ করা হয়েছে, যেখানে বিভিন্ন সিস্টেমের সঙ্গে ডাটা শেয়ারিং এর সুযোগ থাকায় নাগরিক আবেদনের অনেক তথ্য সিস্টেম থেকে অটোমেটিকভাবে যাচাই করা যাবে। নামজারি প্রক্রিয়ার মধ্যেই অটো হোল্ডিং ও অটো সংশোধনের প্রভিশন থাকায় নাগরিকের ভোগান্তি আগের তুলনায় অনেক কমবে। একই জমি বারবার মিউটেশন হওয়ারও ঝুঁকি থাকবে না।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।

ডি এল আর আয়োজিত পঞ্চাশ দিনব্যাপী সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের উদ্বোধন ভূমি উপদেষ্টার

দুপুরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ ডেমরা করিম জুট মিলস্ মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডি এল আর) আয়োজিত পঞ্চাশ দিন ব্যাপী সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভূমি খাতের সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের বি সি এস ক্যাডার কর্মকর্তাদের হাতে-কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক এবং আধুনিক-যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।

ডিএল আর মহাপরিচালক মনিরুজ্জামনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভুমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী ও ডিএল আর পরিচালক মো. মোমিনুর রশীদ। এ কোর্সে বি সি এস (প্রশাসন) পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৫২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

কারামুক্ত বাবুল আক্তার

banglarmukh official

ডেঙ্গু রোধে দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বাস্থ্য অধিদপ্তর

banglarmukh official

দেশ ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

banglarmukh official

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

banglarmukh official

ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

banglarmukh official

হাসনাত ও সারজিসের গাড়িবহরে ধাক্কা, চালক-হেলপার রিমান্ডে

banglarmukh official