সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাকা প্রদেশে দু’টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আইএস (ইসলামিক স্টেট) জিহাদিরা অনেক বেসামরিক ও সামরিক লোককে হত্যা করে এ দু’টি গণকবরে তাদের লাশ চাপা দেয়।
জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে তুরস্ক সীমান্তবর্তী এ প্রদেশের পশ্চিমে ওয়াবি এলাকার নিকটবর্তী স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়। শুক্রবার বার্তা সংস্থা জানায়, তাদেরকে হত্যা করা হয়েছিল।
এদিকে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সানার খবরে বলা হয়, গণকবর দু’টির আকার অনেক বড় হওয়ায় এ উদ্ধার অভিযান শেষ করতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সানা জানায়, কবে নাগাদ এসব লোককে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত এলাকা দখল করে ইসলামিক স্টেট গ্রুপ ‘খিলাফত’ ঘোষণা করেছিল।এক সময় দখল করে নেয়া প্রায় সকল ভূখণ্ডেরই বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়েছে এ জঙ্গি গ্রুপ।
সূত্র: বাসস