26 C
Dhaka
ডিসেম্বর ৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

হাসনাত ও সারজিসের গাড়িবহরে ধাক্কা, চালক-হেলপার রিমান্ডে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাকচালক ও সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতের বিচারক মাহবুবুল হক এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারী রিফাত মিয়া (১৮)।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকালে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে লোহাগাড়া থানা পুলিশ। আদালত শুনানি শেষে সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ নভেম্বর হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন।তাদের গাড়িবহরের একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাম দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।

সম্পর্কিত পোস্ট

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

banglarmukh official

ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

banglarmukh official

জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

banglarmukh official

রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি

banglarmukh official

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছাল

banglarmukh official

যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

banglarmukh official