হুজাইফা রহমান:
আজ ১ লা ডিসেম্বর ২০১৭, শুক্রবার বিকাল ০৪ টায় উপজেলার মধ্য বায়ৈশিয়া মাদ্রাসা মাঠে গণসংহতি আন্দোলন হিজলা উপজেলা শাখার আহবায়ক জননেতা হান্নান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সংগ্রামী আহবায়ক জননেতা দেওয়ান আঃ রশিদ নীলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সদস্য সচিব জননেতা হারুনুর রশীদ মাহমুদ, কুমিল্লা জেলার সংগ্রামী আহবায়ক জননেতা ইমরাদ জুলকারনাইন।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আঃ রশিদ নীলু বলেন, “মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্খার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে জোট-মহাজোটের বাহিরে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।” বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আহবায়ক ছাত্রনেতা নবীন আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, যুবায়ের জোবেন, হিজলা উপজেলার যুগ্ম আহবায়ক আকতার হোসেন, আঃ কুদ্দুস রাঢ়ীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা গণসংহতি আন্দোলন এর সাংগঠনিক মাসের আহবানে পরিবর্তনের শপথ নিয়ে জনগণের দল হিসেবে গণসংহতি আন্দোলনকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।