এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ ঢাকা নির্বাচন প্রশাসন

৮ কোটি টাকাসহ গ্রেফতার ৩ জন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৮ কোটি টাকাসহ গ্রেফতার তিন জনের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
আসামিরা হলেন- ইউনাইটেড কর্পোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টার প্রাইজের জিএম (এডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন।
রিমান্ড শুনানিতে রাষ্ট্র পক্ষ আদালতকে বলেন, আসামিদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশের পাঠানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে।  এছাড়া ঘটনাস্থল থেকে জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী নুরু উদ্দিন অপু কাছে টাকা পাঠানোর কাগজপত্র যাচাই করে দেখা গেছে তাকে তিন কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। তাই এ ঘটনার সঙ্গে আরো করা কারা জড়িত আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার মানি লন্ডারিং ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
এসময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন। এরআগে মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে আসামিদের গ্রেফতার করে র‌্যাব। উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official