শেখ সুমন :
আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ।বাঙালি জাতি স্মরন করছে আজকের এই দিনটি। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর আজকের এই দিনটি উদযাপন করে।সকাল ৭টার সময় বরিশাল জেলা প্রশাসন কারযালয়ের সামনে শহীদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে শহীদের প্রতি শ্রদ্ধান্জলী অর্পন করেন ।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহা: পলাশ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল মঈন সহ অন্যান্য নেতাকর্মিরা ।
এসময় তারা শহীদ বুদ্ধিজীবিদের স্মরন করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বরিশাল মহানগর এর সভাপতি মুহা: পলাশ চৌধুরী বলেন শহীদ বুদ্ধিজীবি গন ছিলেন বাংলাদেশের তারকা। তারা জিবীত থাকলে বাংলাদেশ আজ আরো অগ্রসর হতো ।
জিবীত সকল রাজাকারদের অতি দ্রুত শ্বাস্তির আওতায় আনা হবে বলে সকলে দৃর বিশ্বাস করেন ।