আসন্ন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব (২০২১) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন কাজী মিরাজ মাহমুদ। বর্তমানে তিনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচিত সদস্য। বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকার প্রকাশকও তিনি।
বরিশাল বিভাগের সাংবাদিক তথা সকল সংবাদকর্মীদের বিপদে আপদে পাশে থাকা এবং তাদের সকল যৌক্তিক দাবী আদায়ে কাজ করার জন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
গত বছর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন কাজী মিরাজ মাহমুদ।
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হবে।