তানজিম হোসাইন রাকিবঃ
গতকাল রাতে নগরীর বিভিন্ন জায়গায় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সহ মোট ৪ জন গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কাউনিয়া টেক্সটাইল মিল এলাকার একাধিক মাদক মামলার আসামি মেহেদী হাসান, কাঠপট্টি এলাকার মাদক ব্যাবসায়ী রাব্বি খান, পলাশপুর এলাকার মিলন হাওলাদার, দপ্তর থানার মনির হোসেন।
তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।