আরিফুর রহমান আরিফ।।
আসন্ন পৌরসভা নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়।
আ’লীগের মনোনীত প্রার্থী ওয়াহেদ কবির খান জানান,আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু’ এমপি মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এমপি মহোদয়ের নির্দেশনায় আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি এবং দল পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবসময় জনগণের পাশে থেকে সকল পৌর সুবিধা ও সেবা পৌঁছে দেবো এবং নলছিটি পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ ।
দলীয় মনোনয়ন পাওয়ায় একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিন করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
##
আরিফুর রহমান আরিফ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
০১৭৩৯৫৪৮২২৫