এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য লেখার কিছু

আড্ডা ধানসিড়ি”র ৬০ তম সাহিত্য আড্ডা

হুজাইফা রহমান: ০৮ ডিসেম্বর শুক্রবার বরিশালে কবি জীবনানন্দ দাশ রোডের (বগুড়া রোড) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে “আড্ডা ধানসিড়ি”র ৬০ তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে । “আড্ডা ধানসিড়ি”র আড্ডারুদের উপস্থিতিতে বিকেল চারটা থেকে আড্ডা শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একটানা দু’ঘন্টা প্রাণবন্ত একটি সাহিত্য আড্ডা চলে।

সেখানে কবি শফিক আমিনের সঞ্চালনায় এবারের আড্ডায় অতিথি আড্ডারু হিসেবে ছিলেন কবি ড. অর্ণব আশিক, কবি ড. বাহাউদ্দীন গোলাপ, কবি নাসরীন ইসলাম, কবি লিলি খান ও বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক  শেখ সুমন। শুরুতেই ৮ ডিসেম্বর বরিশাল পাক হানাদার মুক্ত দিবসের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি অর্ণব আশিক বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং একটি কবিতা আবৃত্তি করেন ।

এরপর আড্ডায় নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন আড্ডারু শফিক আমিন, ছোটন্দ্রনাথ চক্রবর্তী, শেখ সুমন, সামছুল আলম, রিপন কুমার, তাছলিমা বেগম, নাসরীন ইসলাম, লিলি খান ও হুজাইফা রহমান এবং কবি ড. বাহাউদ্দীন গোলাপ তার মূল্যবান মতামত প্রকাশ করেন । আজকের আড্ডায় বরিশালের সকল লেখকদের সাথে মেলবন্ধন হিসেবে ফেসবুকে একটি সাহিত্য গ্রুপ খোলার প্রস্তাব করেন অতিথি কবি’রা এবং তা ভেবে দেখার আশ্বাস দেন অনুষ্ঠানের সঞ্চালক কবি শফিক আমিন ।

এছাড়া, পরিশেষে চা চক্রের মধ্য দিয়ে “আড্ডা ধানসিড়ি”র ৬০তম আড্ডার পরিসমাপ্তি ঘটে । উল্লেখ্য যে, “আড্ডা ধানসিড়ি” বরিশালের একটি সাহিত্য সংগঠন । প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বরিশালের জীবনানন্দ সড়ক (বগুড়া রোডস্থ জীবনানন্দ দাশ এর ভিটায়) অবস্থিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে সাহিত্য প্রেমীদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

banglarmukh official

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

banglarmukh official

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

banglarmukh official

দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

banglarmukh official