22 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন লেখার কিছু

কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

“ভাঙ্গন” (পর্ব – ২)

যেই কতা কইতে আছিলাম হেই কতাই কই – আমাগো গ্রাম আছিল গলাপানি গ্রামের তোন উত্তরে । হেই উত্তরের গ্রাম ভাঙ্গনে আমি কি একলা পলাইছি ? না, একলা পলাই নাই, হেই রাইতে অনেকেই পানির ধাবার খাইয়া দৌড়াইছে । অনেকে বুড়া বুড়া বাপ-মা হালাইয়া থুইয়াও পলাইছে । পড়ে হেইয়াগো বাড়ি-ঘর য্যামন খুঁইজ্জা পায় নাই হেইরম হেইয়াগো মুরুব্বিগোও আর খুঁইজ্জা পায় নাই । যাই হোউক আমার গেদাডারে কবিরাজের পিড়ার উপরে হোয়াইছি, এই রহম আরও অনেকের গ্যাদা হেই রাইতে সুখলাল কবিরাজের পিড়ার উপরে ঘুম লওয়াইছে । আর হের ঘরের মইধ্যে তো মানষের পা’ও রাহোনের যাগা আছিল না । পুব পাড়ার মুন্সি বাড়িরর সতারো ঘরের বেবাক মানুষ আইয়া ঠাই লইছে এই বাড়িত ।

উত্তর পাড়ার তরকদার বাড়িতও আছিল সাত ঘর, আর এউক্কা দুউগ্গা বাড়ির খবর না’ই কইলাম । হেইয়ারা আগে আইছে বইলা ঘরের মইদ্দে হানছে । আমরা যারা পরে আইছি হেরা ঘরের ছাইছে খারাইয়া আছিলাম । কতেকে গিয়া গরুর খোয়ারে আছরয় লইছে । আমিই মনে হয় সবার শেষে আইছি । যদিও হেতোক্ষুণে ঝড়-বিষ্টিরও বিষ মইরা আইছিল । আর নাদীর ভাঙ্গন ঠিক গলাপানি গ্রামের সীমানায় আইয়া খাড়াইছে । মনে অইল ছোডকালে ছি-পুড়ি খেলার নাহান । ছি দিয়া অন্য পক্ষের পাহেরাদার লড়াইয়া আবার দৌড়াইয়া আইয়া যেমন গোড়া গাছে খাড়াইতাম তেমন কইরা ভাঙ্গন আইয়া সীমানা মত খাড়াইয়া গেছে । গ্রামের সীমানাডা কবিরাজ সুখলাল বাড়ৈর ঘর থেইকা দুইহান ভিটা আর এক খণ্ড ভূঁইর শেষ মাতাত । সেই দুই খান ভিটার একটাতে সুখলাল কবিরাজ ঔষদি গাছ আর কিছু কাঠের গাছ লাগাইছে ।

কাঠগাছের বাগানে খাড়াইয়া নদীর দিগে চাইয়া আসমান ফাডাইন্না কান্দন কনতে আছে আমাগো গ্রামের মাইনষে । আমার কোনও কান্দন নাই, পোলাডারে আগলাইয়া খাড়াইয়া রইছি । আমার যে ঘর নাই, ঘরের মানুষ নাই হেই দিগে কোনও চিন্তাও নাই ! বেদিশার নাহান খালি হগোলের দূরবস্থা দ্যাকতে আছি । হেই দিনকার হেই দৃশ্য আগে কোনও দিন দেহি নাই, তয় হুনছি, যুদ্দের সোমায় মিলেটেরিরা মাইনষের ঘর-বাড়ি জ্বালাইয়া পোড়াইয়া দিছে । মানুষ মাইরা ধানের পাঁজার নাহান পালা দিয়া রাখছে । তয় সব শেষে যারা বাঁইচা আছিল হেরা অন্তত নিজের ভিটাখান ফিরত পাইছে, কিন্তু এহন যা ঘটল হেইতে কেউই কিচ্ছুই ফিরা পাইলাম না ! গেদার বাহে আইজ্জা গেছে, গেছে যে আর তারে খুঁইজাও পাইনাই । এমন কি হের লাশটারেও কেউ কোনও হানে দেহে নাই । যদিও হেই সমায় কেউ কেউরে খুঁজেও নাই । (চলবে -২)

সম্পর্কিত পোস্ট

বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন চাই না: ভূমি পেডনেকর

banglarmukh official

দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

banglarmukh official

তাপসের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন ঐশী

banglarmukh official

বিয়ের ৮ মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, জবাবে যা বললেন শ্রীময়ী

banglarmukh official

যে কারণে গ্রেফতার হন গান বাংলার তাপস

banglarmukh official

চোটের পর পদ্ম কি এখন সুস্থ, যা বললেন পরীমনি

banglarmukh official