আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঘর গোছাতে পারেনি, জগাখিচুড়ি ঐক্যের পরিণতি তারা পদে পদে অনুভব করছে। যার কারণে তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা হামলা চালাচ্ছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাঁরা মনোনয়ন পাননি, তাঁরাই হামলা চালাচ্ছেন। এ ধরনের অভিযোগ আওয়ামী লীগে নেই।
আজ শনিবার দুপুরে ওবায়দুল কাদের তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ ( কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের কাছারিরহাট বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি সকালে একই ইউনিয়নের ওটারহাট ও নাছিরেরটেক এলাকায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাঙা হাট, এ হাট জমছে না। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের এ এলোমেলো অবস্থার জন্য তাদের এই জগাখিচুড়ি ঐক্য আজকে ভঙ্গুর অবস্থায় নিপতিত হয়েছে। তারা এখন জনসমর্থন হারিয়ে নিজেদের মিটিং-মিছিলে বোমা ফাটিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে পুরো দেশে যে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ সে উন্নয়নের কারণেই পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করবেন। তিনি নিজ নির্বাচনী এলাকার নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন হয়েছে তা এসব এলাকার মানুষ বিএনপির সময় সিকিভাগও চোখে দেখেনি।
মতবিনিময় সভা চলাকালীন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।