এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজণীতি

জাতীয় পার্টি থেকে আ.লীগে যোগদান

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

গতকাল রোববার সকালে পৌর শহরের ‘আইভি ভবন’–এ এই যোগদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নাজমুল হাসান এবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।

দলীয় নেতা-কর্মীরা বলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির নেতা-কর্মীরা দলবদল করেন। দলবদল করা নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি জাকির হোসেন, কার্যকরী সদস্য হারুন অর রশিদ, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মোর্শেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্পাদক জিয়াউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সহসভাপতি বিল্লাল হোসেন, সদস্য জ ই পরশ প্রমুখ।

তাজুল ইসলাম বলেন, জাতীয় পার্টির নেতৃত্বের ওপর আর আস্থা রাখা যাচ্ছে না, বিপরীতে আওয়ামী লীগ যোগ্য নেতৃত্ব দিয়ে সরকার গঠন করেছে। বাস্তব ভাবনা মাথায় রেখে তাঁরা দলবদলের সিদ্ধান্ত নেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর আলম, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের একান্ত সচিব-৩ সাখাওয়াত হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহসভাপতি লতিফ, সম্পাদক আতিক আহমেদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official