একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হওয়া রংপুর-৩ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
অসুস্থতার কারণে প্রচারে বিরত থাকা ও নিজে ভোট না দিয়েও এই আসনে লাঙ্গল প্রতীকে এরশাদ ১ লাখ ৪২ হাজার ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।
রবিবার রাতে নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই ফল ঘোষণা করেন।
রংপুর-৩ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪১ হাজার ৬৭১ জন। দেশের মোট ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়, তার মধ্যে এটি একটি।