আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নীল নকশা অনুযায়ী ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা করে সরকার এবং আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে।
তাদের এই চক্রান্ত বুঝতে পেরেছে জনগণ। ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের জনগণ আবার সমুচিত জবাব দেবে।রোববার সকালে ফেনীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা নিশ্চিত পরাজয় জেনে অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে তারা জনগণের পক্ষ থেকে সাড়া না পেয়ে নিজেরা উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে। এতে সরকারের বা আওয়ামী লীগের কিছু করার নেই।নোয়াখালী-১ (চটাখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি বলেন, সেখানে আওয়ামী লীগের অফিস ও দোকানপাট ভাংচুর করেছে বিএনপি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে ছররা গুলি ছোড়ে, তাতে তিনি হয়ত আহত হন।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে ও ফরিদপুরে দুজন আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত কোনও বিএনপি কর্মীকে প্রাণ দিতে হয়নি।
এর আগে রোববার সকাল ৮টার দিকে মহান বিজয় দিবসে ফেনী শহরের রাজাঝি’র দিঘী পাড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।