এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

ফের সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

চিকিৎসার জন্য আগামী ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে আবারও সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার সকালে রংপুরের গঙ্গাচড়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান রংপুর-১ আসনের মহাজোট প্রার্থী ও দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

রাঙ্গা বলেন, এইচএম এরশাদ অসুস্থ হওয়ায় নির্বাচনী প্রচারণায় এবং ভোট দিতে রংপুরে আসতে পারেননি। অসুস্থতার কারণে আবারও ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে তিনি সিঙ্গাপুরে যাবেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, গত ১০ ডিসেম্বর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান এরশাদ। সেখানে ১৬ দিন চিকিৎসা শেষে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন। দেশে ফিরলেও তার নির্বাচনী এলাকা রংপুর-৩ (সদর) আসনে প্রচারণায় অংশ নিতে এবং ভোট দিতেও আসতে পারেননি এরশাদ।

রাঙ্গা আরও বলেন, রংপুরের ৫টি আসনে মহাজোটগত ছাড়া যে ৩টি আসনে উন্মুক্তভাবে আওয়ামী লীগ ও জাপা অংশ নিচ্ছে সেখানে ফল খারাপ হলে করার কিছু নেই। কারণ, আমাদের অভিভাবক আসতে পারেননি। তারপরও আমরা ভালো ফল করবো বলে আমার বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official