এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারেনি প্রশাসন: সরোয়ার

আগামীকাল বরিশাল জেলা ৬টি আসন সহ দেশব্যাপী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশাল সদর উপজেলাসহ জেলার ৬টি আসনে এখনো ভোটের জন্য সুষ্ট পরিবেশ সৃষ্টি করতে পারেনি জেলা রিটানিং অবিসার সহ পুলিশ প্রশাসন।

এখনো জনসাধারনের মাঝে ভোটের মাঠে পুলিশী আতঙ্ক বিরাজ করছে। বন্ধ হয়নি পুলিশের গন গ্রেফতার রাতভর চলছে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে অভিযানসহ ধানের শীষের পরিচালনা কমিটির সদস্য এ্যাড. মামুনকে নির্বাচনী কাগজ-পত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আমি আমার নির্বাচনী কাগজ-পত্র ফিরিয়ে দেয়ার জন্য জেলা রিটানিং অফিসারের কাছে এ অভিযোগ জানিয়েছি।

আজ সকাল ১০টায় বরিশাল সদর আসনের বিএনপিসহ ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সরোয়ার আরো বলেন, শুক্রবার বিকাল থেকেই আমার বাসার চারদিকে পুলিশ কর্ডন করে রেখেছে এখানে ভোটের মাঠের কোন এজেন্ট আসতে পারছে না গ্রেফতারের ভয়ে। এমনকি রাতে পুলিশ বাসার চারদিক ঘেড়াও করে রাখে এভাবে পুলিশ প্রতি মুহুর্ত বাধা দিলে কিভাবে নির্বাচন করব।

তিনি আরো বলেন, আমি এখনো আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে যদি পুলিশ ও সরকারদলীয় বাহিনী ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান না করে।যদি ভোটাররা যদি ভোট কেন্দ্রে ভয়ভীতি উপেক্ষা করে আসতে পারে তাহলে এখানে সুন্দর একটি নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর পূর্বে ধানের শীষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সাথে আমেরিকান দূতাবাসের দু’জন প্রতিনিধি দেখা করে এবং ভোটের সার্বিক পরিস্থিতি কি তা সরোয়ারের কাছে জানতে চাইলে সরোয়ার তাদেরকে তফসিল ঘোষনার পর থেকে ধানের শীষের প্রার্থীর লোকজনদেরকে গায়েবী মামলা দিয়ে আমাদের লোকজনকে গন গ্রেফতার করা হচ্ছে।

এছাড়া আমার প্রতিটি প্রচার-প্রচারণার কাজে পুলিশ দিয়ে বাধা প্রধান করাসহ আমার কাছ থেকে বিনা গ্রেফতারী পরোয়ানা ছাড়া নদী পথে ব্যারিকেড দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা তাদের কাছে তুলে ধরেন। একথা তিনি মিডিয়ার সামনে সাক্ষাৎকালে স্বিকার করেন এক প্রশ্নের জবাবে।

এসময় সরোয়ার আরো বলেন, নির্বাচনে একটি ভোট প্রদান করা জনগনের মৌলিক অধিকার সরকার যেন জনগনের সেই ভোট দেয়ার অধিকার টুকু ফিরিয়ে দেন সেই আশা প্রকাশ করেন তিনি।

অপরদিকে বরিশাল সদর আসনের ৩০টি ওয়ার্ড ও ১০ ইউনিয়নের সাধারন ভোটাররা একটি কথা বার বার মিডিয়ার কাছে জানতে চেয়েছে আমরা কি কেন্দ্রে গিয়ে এবার নিজের ভোটটি দিতে পারব। পুলিশের গন গ্রেফতারের পর এবার সাধারন জনগনের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে গত দুইদিনে সাধারন ভোটাররা তাদের বন্ধ মুখ খুলে কথা বলে জানান এবার আমরা ভোট কেন্দ্রে যাবো আমার ভোট আমি দেব বলে তাদের সচ্ছার হতে দেখা গেছে। সাধারন ভোটাররা তাদের নিরাপত্তার জন্য সেনা বাহিনীর সহযোগীতা কামনা করছেন। অন্যদিকে সাধারন ভোটাররা মুখে যাই বলুক না কেন ভোটের মাঠের এখনো পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে কোথাও দেখা যাচ্ছে না উৎসবের পরিবেশ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official