বরিশাল- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এ্যডঃ ইমদাদুল হক খাঁন বেশ কিছু দিন যাবত শারীরিক ভাবে অসুস্থ।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় শারীরিক অসুস্থতার কথা শুনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) ছুটে যান ইমদাদুল হক খাঁনের রহমতপুরের বাড়িতে।
আবুল হাসানাত আব্দুল্লাহকে দেখে আবেগে আপ্লুত ইমদাদুল হক খাঁনের চোখের পানি ঝরে পরে। আবুল হাসানাত আব্দুল্লাহ মহান আল্লাহ্তালার কাছে তার শারীরিক সুস্থতার জন্য প্রর্থনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিন রারি, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ত্রান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, রহমতপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জলিল হাওলাদার, উপজেলা যুবলীগ সদস্য আজাদ হোসেন মিন্টু , উপজেলা ছাত্রলীগ সদস্য কাওসার মাহমুদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।