একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪০ কোটি কালো টাকা হুন্ডির মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসেছে। এসব কলো টাকা একটি গোষ্ঠীর পক্ষে সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এই চক্রে যুক্ত থাকার অভিযোগে হাওয়া ভবনের সাবেক কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মতিঝিলের সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন- মতিঝিলের ইউনাইটেড কর্পোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জয়নাল ও ইউনাইটেড কর্পোরেশনের অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন।
এদের মধ্যে জয়নাল একসময় হাওয়া ভবনের কর্মচারী ছিলেন।
বেনজীর আহমেদ বলেন, তাদের কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে। তাদের অফিসের নথিপত্র প্রাথমিকভাবে বিশ্লেষণ করে দেখা যায়, এরই মধ্যে তারা ১৪ কোটি কালো টাকা সারাদেশে পাঠিয়েছে।
র্যাব মহাপরিচালক আরও বলেন, সর্বশেষ শরীপুতপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুউদ্দিন অপুকে সাড়ে তিন কোটি টাকা পাঠানো হয়েছে। তাকে টাকা পাঠানোর তথ্যপ্রমাণ পেয়েছে র্যাব। চট্টগ্রামসহ আরও কয়েকটি জেলায় টাকা পাঠানো হয়েছে।