এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা নির্বাচন রাজণীতি

ভোটের দুইদিন আগে ঢাকায় গণসমাবেশ করতে চায় ঐক্যফ্রন্ট

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দুইদিন আগে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে গণসমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে ২৪ বা ২৫ ডিসেম্বর ঐক্যফ্রন্ট ঢাকায় গণর‌্যালিও করতে চায়।

সোমবার রাতে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে ঐক্যফ্রন্ট নেতাদের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া আজ বুধবার গুলশানে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক করার কথা রয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু উপস্থিত ছিলেন।

এদিকে, ছয়টি আসনে ধানের শীষের প্রার্থীদের প্রার্থিতা উচ্চ আদালতে আটকে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা।

সোমবার রাতের বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। জানা গেছে, এসব আসনের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখতে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মোয়াজ্জেম হোসেন আলালকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঢাকা-১, ঢাকা-২০, বগুড়া-৩, বগুড়া-৭, চাঁদপুর-৪ ও মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীদের প্রার্থিতা উচ্চ আদালতে আটকে গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official