এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

মাত্র একটি আসনে এগিয়ে ধানের শীষ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ কেন্দ্রের ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন রোববার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৩৬ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস পেয়েছেন ২৪ হাজার ৯৮৩ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫০টি। এরই মধ্যে ৪০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।

এ আসনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন দুইবারের এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। বিএনপি-জামায়াতের ঘাঁটি বলে খ্যাত এ আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনপির হয়ে এ আসনে লড়ছেন দলটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। তিনিও এ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের বহুল আলোচিত নারী নেত্রী আসিফা আশরাফি পাপিয়া হারুনের স্ত্রী।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official