33 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান

রাতে রোবট অলিম্পিয়াডে যোগ দিতে ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশ দল

আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২০তম আসরে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রওনা দিচ্ছে বাংলাদেশের ৮ জন খুদে শিক্ষার্থী।

সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফীহাথ সালেহ চৌধুরী, ঢাকার সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান, ঢাকা আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালী, ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মোঃ মেহের মাহমুদ, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার কাজী মোস্তাহিদ লাবিব, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার তাফসির তাহরীম, লালবাগ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের মোঃ খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়ের রোবট অলিম্পিয়াডের দুইটি ক্যাটাগরিতে ২৩টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করবে।

বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের খুদে প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল।

ড. লাফিফা জামাল জানান, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত আঞ্চলিক কর্মশালা ও ধারাবাহিক প্রশিক্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলে অনুষ্ঠিত হয় দেশের প্রথম রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। দিনব্যাপি এ অলিম্পিয়াডে ৭ থেকে ১২ এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে মিশন চ্যালেঞ্জ, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক বুদ্ধি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে নির্বাচিতদের ক্যাম্পের মাধ্যমে ধারাবাহিক প্রশিক্ষণ ও বাছাই-এর পর ৮ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে।

আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক জনতা ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মফিজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান। দেশের আইটি শিল্পের পক্ষ থেকে প্রতিযোগী শিশুদের শভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশর অন্যতম শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান লিডস সফটের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল। তিনি জানান, দেশে এরই শধ্যে রোবটিক্স, কৃত্রিম বৃদ্ধুমত্তা নিয়ে কাজ হচ্ছে। তিনি আশা করেন, রোবট অলিম্পিয়াডের মাধ্যমে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবার পাশাপাশি দেশের সক্ষমতাও ফুটে উঠবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মফিজুল ইসলাম, লিডস সফটের প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলাদেশর রোবট নিনো’র প্রতিষ্ঠান সিরেনার প্রধান নির্বাহী প্রকৌশলী মুস্তাফা হাসান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official