ডিসেম্বর ৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামে এক রিকশাচালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজনভ্যানে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। এরপর সকাল ১০টায় তাকে আদালতে তোলা হয়। ২০ মিনিট শুনানি শেষে কড়া নিরাপত্তায় পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়। আদালত তাকে ডিভিশন প্রদান করেন।

আদালত সূত্রে জানায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হন আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া ১০ নভেম্বর জেলা আ.লীগ সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অপর আসামিরা হলেন- সাবেক সংসদ-সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া, সাবেক সংসদ-সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আ.লীগের সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, ছাত্রলীগ সভাপতি আবু নোমান হাসান, সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারীসহ ১৯ জন।

সম্পর্কিত পোস্ট

দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

banglarmukh official

কারামুক্ত বাবুল আক্তার

banglarmukh official

ডেঙ্গু রোধে দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বাস্থ্য অধিদপ্তর

banglarmukh official

দেশ ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

banglarmukh official

নাশকতার মামলায় মির্জা ফখরুল আব্বাস গয়েশ্বরসহ ৩৭ জনকে অব্যাহতি

banglarmukh official

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

banglarmukh official