সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের উদ্দেশে বলেন, সাহস থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখান।
গণফোরাম সভাপতি ড. কামাল সিইসির সমালোচনা করে বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা হচ্ছে না। নির্বাচন সুষ্ঠু হতে পারে এমন বিশ্বাস ভেঙে গেছে। প্রহসন হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে ড. কামাল বলেন, পুলিশকে অপব্যবহার করছে সরকার, এগুলোর বিচার হবে।