29 C
Dhaka
এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় প্রচ্ছদ

সোনারগাঁয়ে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ আট নারী-পুরুষকে পুলিশে সোপর্দে করে স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নোয়াব প্লাজায় অবস্থিত ‘কুইন গার্ডেন’ নামে গেস্ট হাউজে ঢুকে তাদের আটক করে মুসল্লিরা। এ সময় ওই হোটেলটির পেছন দিক দিয়ে আরও অনেক নারী-পুরুষ দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো ফল না পাওয়ায় শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তার কয়েকটি মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ওই গেস্ট হাউজে অতর্কিত হামলা চালায়।

এ সময় মুসল্লিরা ওই হোটেলের ভেতরে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ম্যানেজার কালাম, তাপস, মাহবুবুর রহমান শাহীনসহ ৮ জন নারী-পুরুষকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা হোটেলটির ভেতরে ঢুকে দরজা, জানালা, চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন চন্দ্র বসাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মুসল্লিদের অভিযোগ, কুইন গার্ডেনে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আজ মুসল্লিরা একত্রিত হয়ে গেস্ট হাউজটির মালিকপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম পিপিএম বলেন, এ ঘটনায় হোটেল মালিকসহ আটকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ অভিযান পরিচালনা করবে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official