শেখ সুমন :
বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র আহসান হাবিব কামাল,নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান,বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীরসহবিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ নগরীর বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মুসল্লি কেন্দ্রিয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।নামাজ শেষে নেতৃবৃন্দ পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে সিটি মেয়র আহসান হাবিব কামাল নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নির্ধারিত স্থানে পশু কোরবানীর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে আজকের মধ্যে কোরবানীর বর্জ্য অপসারণের ঘোষণা দেন সিটি মেয়র।নামাজ পরবর্তী ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বলেন, ত্যাগের মহিমায় কোরবানি দিয়ে প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা।এসময় তিনি ১৫ আগস্ট জাতির জনকসহ অন্য শহীদদের আত্মার শান্তি কামনা করেন। দেশের সমৃদ্ধি অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান।
বরিশালে এবারও ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফের মাঠে সকাল ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি মো. রেজাউল করিম ঈদ জামাতে ইমামতিত্ব করেন।বরিশালের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল ৮টায়।
এছাড়া ঝালকাঠীর মরহুম কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) মাজার শরীফ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং বরিশালের উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয় বরিশাল নগরীর চক বাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়।
এছাড়া গোরস্থান রোডের আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম ময়দানে সকাল ৮টায়, পুলিশ লাইনস্ মাঠে সকাল পৌঁনে ৯টায়, নূরিয়া স্কুল মাঠে সকাল ৮টায় এবং কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় সহ বরিশাল নগরী এবং বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় বড় ছোট সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।ঈদ জামাতের পর বিভিন্ন স্থানে পশু কোরবানী করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।