এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা ফুটবল

পুরস্কারে না থাকলে মেসির কি আসে যায় : সুয়ারেজ

এবার ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা হয়নি লিওনেল মেসির। ১১ বছর পর এমন ঘটনা ঘটলো, যাতে বিস্মিত পুরো ফুটবল দুনিয়া। তবে বিস্মিত নন তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন সুপারস্টার কোনো পুরস্কার না জিতলেও তার অর্জনে এতটুকু কিছু আসবে যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় এবার নাম এসেছে রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিভারপুলের মোহামেদ সালাহর। মেসির নামই যেহেতু নেই, পুরস্কার জেতার প্রশ্নই আসে না। মেসির ক্যারিয়ারে কি এটা সবচেয়ে বড় ধাক্কা?

লুইস সুয়ারেজ মোটেই তেমনটা মনে করছেন না। উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘আমার মনে হয় না, কোনো অ্যাওয়ার্ড পাওয়া কিংবা না পাওয়ায় কিছু যায় আসে। সে যা জিতেছে এবং যা অর্জন করে চলেছে, সেটা তার থেকে দূরে যাবে না। ব্যাপারটা এমন যে, আমি গোল করলাম আর এটা (পুরস্কার) জেতার যোগ্য হয়ে গেলাম। আমি এসব মনে করি না। আপনি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেছেন, প্রতি ম্যাচেই আপনি সেটা দেখাচ্ছেন।’

মাঠে মেসির যে প্রভাব, সেটা পুরস্কারের সঙ্গে তুলনা করা সম্ভব নয় বলেই মনে করেন সুয়ারেজ। বার্সা স্ট্রাইকারের ভাষায়, ‘পুরস্কারের চেয়ে মাঠে যেটা আপনি জেতেন, সেটা বেশি মূল্যবান। সেটা হতে পারে সেরা গোলদাতা হওয়া। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি তো গোল করেই সেটা জিতে নিয়েছেন, মাঠে নিজেকে প্রমাণ করেছেন, খেলোয়াড় বা সাংবাদিকদের ভোটে আপনি সেটা জেতেননি।’

আর্জেন্টাইন সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে সুয়ারেজ বলেন, ‘এমন অনেক সময় থাকে, যখন আপনাকে তার দিকে তাকাতেও হবে না। কারণ আপনি জানেন, সে বলটা আপনার চাওয়া মতোই দেবে। অনেক সময় থাকে আপনি এমন ফাঁকা জায়গা দেখবেন, যেটাতে সুযোগ নেয়া যায়। এই সময়ও তাকে কিছু বলতে হবে না, কারণ ইতোমধ্যেই সে ওই জায়গায় চলে গিয়েছে। এজন্যই অনেক মানুষ এবং আমার কাছে সে ইতিহাসের সেরা খেলোয়াড়। তাকে কিছু বলতে হয় না, কারণ সে সবই দেখতে পায়।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official