বা:মু:প্র: শেখ সুমন
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং টুইটারে লিখেছেন, ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে বিভক্ত হয়েছিল ভারত। ২০৪৭ সালে একই ঘটনা ঘটবে। গত ৭২ বছরে জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে এসে দাঁড়িয়েছে। জনসংখ্যার এ বিস্ফোরণ খুবই ভীতিকর। সংবিধানের ৩৫ এ ধারা (এ ধারায় মুসলিম অধ্যুষিত) জম্মু–কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে) নিয়ে বর্তমানে বিতর্ক চলছে। একটা সময় আসবে যখন ভারতকে এ নামে ডাকাই কঠিন হয়ে পড়বে।
সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে ক্ষমতাসীন দলের নেতা গিরিরাজ সিং বলেছিলেন, ‘জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলা ভারতের এক বড় সমস্যা। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সড়ক থেকে সংসদ পর্যন্ত আলোচনা হওয়া উচিত। ভারতে বসবাসরত সংখ্যালঘুদের সংজ্ঞাও নির্ধারণ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কঠোর আইন প্রণয়ন না করলেও দেশকে ভুগতে হবে। তাই আইন প্রণয়নের দাবিতে আমাদের সোচ্চার হতে হবে।’ সূত্র: জিনিউজ