বা:মু:প্র: শেখ সুমন
শ্লীলতাহানির অভিযোগ এক ডাক্তারকে জুতাপেটা করলেন নার্সেরা। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের কাটিহার জেলার এক হাসপাতালে। জানা গেছে, কর্তব্যরত অবস্থায় দ্বিতীয় বর্ষের পড়ুয়া এক নার্সকে শ্লীলতাহানি করেন ওই চিকিত্সক। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসতে থাকেন ওই হাসপাতালের নার্সেরা।
ওই চিকিত্সক জাভেদকে কাছে পেয়ে জুতাপেটা শুরু করেন তারা। পালানোর চেষ্টা করেও রেহাই পাননি ওই চিকিত্সক। ভিডিও দেখা গেছে, নার্সদের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। হাতে মারের সাথে কেউ কেউ জুতাপেটাও করছেন।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তদন্ত হবে। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জাভেদকে ওই হাসপাতালেই গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। নার্সেদের হাতে চিকিত্সকের এই পেটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। চিকিত্সকের এমন আচরণে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।