শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ইয়াবাসহ এক র্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।
উপজেলার শান্তিরহাট মোড় থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন র্যাম্প মডেল সুমাইয়া আকতার (১৯) ও মডেল অর্পন দাস (৩০) এবং প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)। ইয়াবাসহ এসময় তাদের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকার যোগে ইয়াবাসহ ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।