15 C
Dhaka
ডিসেম্বর ১৯, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বিনোদন

চলচ্চিত্র পরিবার ও শাকিবের দ্বন্দ্ব অবসানের ঘোষণা বৃহস্পতিবার

মিটে গেছে শাকিব খান ও চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব। মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারুকের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতে আজ (বুধবার) বিকেলে এফডিসিতে এসে সবার সঙ্গ দেখা করে আনুষ্ঠানিকভাবে দ্বন্দ্বের অবসান ঘটাবেন শাকিব, এমনটাই কথা ছিল।

কিন্তু বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অপেক্ষা করেও শাকিবের দেখা মেলেনি। খবর নিয়ে জানা যায়, ঢাকাতেই ‘আমি নেতা হবো’ ছবির শুটিং করছেন এই নায়ক। তাই সন্ধ্যার আগে আসতে পারবেন না। অবশেষে সন্ধ্যে সাড়ে ৬টার দিকে শাকিবকে ছাড়াই সাংবাদিকদের মুখোমুখি হয় চলচ্চিত্র পরিবার।

পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ করেন দ্বন্দ্ব অবসানের সংবাদ সম্মেলন। তিনি বলেন, ‘শাকিব আমাদের পরিবারের ছেলে। সে কাল কয়েকজনকে নিয়ে আমার বাসায় আসে এবং ভুল বুঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে। আমি তাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করে দিয়েছি। কিন্তু চলচ্চিত্র পরিবার থেকে শাকিবকে ক্ষমা করে দেয়ার কোনো সিদ্ধান্ত আজ নেয়া হয়নি।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আপনারা জানেন নন্দিত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আজ বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে শিল্প ও সংস্কৃতির অঙ্গনে। সংগীতের মানুষ হলেও আব্দুল জব্বার ছিলেন চলচ্চিত্রেরও স্বজন। তাই তার মৃত্যুশোক ছায়া ফেলেছে চলচ্চিত্রেও। তার প্রতি সম্মান দেখিয়েই আজ শাকিবকে নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্ব অবসানের ঘোষণা আমরা দেইনি। কারণ এই ঘোষণা দিতে গেলে শাকিবকে এফডিসিতে আসতে হবে। ও এলে এখানে আবেগঘন পরিবেশ তৈরি হবে, মিলনমেলা হবে। আজকের শোকের দিনে আমরা এটা করতে চাইনি। শাকিব আগামীকাল ৫টায় এফডিসিতে এসে সবার সঙ্গে কথা বলে, আলোচনা করে সব ঝামেলা মিটিয়ে নেবে। আমরা এক পরিবার হয়ে থাকতে চাই।’

শাকিব খান যদি আগামীকালও না আসে তবে কী সিদ্ধান্ত হবে জানতে চাইলে চলচ্চিত্র পরিবারের মুখপাত্র ফারুক বলেন, ‘আমি কথা দিচ্ছি কাল শাকিব আসবেই। সে আমাদেরই ছেলে, আমাদের পরিবারের লোক। সে নানা কারণে নানাভাবে প্রভাবিত হয়ে বেশ কিছু ভুল করেছে। সেটা ও বুঝতে পেরেছে। তাই নিজেই এইসব ঝামেলা মিটিয়ে ফেলতে চায়। ও কাল আসবেই।’

শাকিব এলেই সব দ্বন্দ্বের অবসান হবে সেই প্রত্যাশায় চলচ্চিত্রাঙ্গনে বইছে স্বস্তির বাতাস।

সম্পর্কিত পোস্ট

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official

শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার

banglarmukh official