29 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

ব্যাঙের সঙ্গে অদ্ভুত মিল ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। সেটা সরাসরি হোক বা টিভিতে। শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্পের দিকে ভালোভাবে তাকিয়ে থাকলে একটা বিষয় লক্ষ্য করতে পারবেন। সেটা হচ্ছে- ট্রাম্পের থুতনি ও মুখের সঙ্গে ব্যাঙের অদ্ভুত মিল।

মাইকেল মিচেল নামে একজন কৌতুকের ছলেই এই বুদ্ধিদীপ্ত কাজটিই করেছেন। তিনি ট্রাম্পের থুতনি ও মুখকে লেজবিহীন উভচর প্রাণি ব্যাঙের সঙ্গে তুলনা করেছেন।

মিচেল টুইটারে ট্রাম্পের ব্যাঙ আকৃতির কিছু মুখভঙ্গি পোস্ট করেছেন বলে ইন্ডিপেন্ডেন্টের ইন্ডি হান্ড্রেট তথ্য জানিয়েছে। একই সঙ্গে সেই ছবিগুলোর নিচে রসাত্মক কিছু কথা লিখেছেন তিনি। যেমন একটি ছবিতে তিনি লিখেছেন- মুখে ব্যাঙের ছবি আঁকা ট্রাম্প আমাদের তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। অপর একটি পোস্টে লিখেছেন- গুগলে ‘‘ডেনাল্ড ট্রাম্প’’ লিখে সার্স দেয়ার পর প্রেসিডেন্ট ব্যাঙ বলছেন, ‘যারা এই নিচু মানের আতিথেয়তায় কষ্ট পেয়েছেন, প্রতিজ্ঞা করছি তাদের জন্য এর চেয়ে ভালোকিছু করা হবে।’

এছাড়া ট্রাম্পের ছবিসহ অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ব্যাঙ ঘোষণা দিচ্ছেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমরা যা কিছু করতে পারি সবই করবো, আমরা অবশ্যই জলাভূমি সোয়াম্প রক্ষা করবোস সেখানে আমার পরিবার আছে।’

টাইম ম্যাগাজিনে আরেকটি ছবি আর্ট করে মিচেল ক্যাপশনে লিখেছেন, ‘টাইম ম্যাগাজিনের বর্ষসেরা হয়েছেন প্রেসিডেন্ট ব্যাঙ। তিনি সাংবাদিকদের বলছেন, ‘আমি তাই করেছি, মুখে ব্যাঙ আকিঁয়ে অন্যরাও তা করতে পারে।’

মাইকেল মিচেলের এই কৌতুকের পর অন্যরাও তার সঙ্গে যোগ দেন। তারাও ট্রাম্পের ব্যাঙ আঁকানো মুখের অবয়ব নিয়ে মজা করতে থাকেন টুইটারে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official