28 C
Dhaka
এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয়

অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়নশিপ জিতলেন বুলবুল-পুত্র

একেই বলে, বাপকা বেটা সিপাইকা ঘোড়া। বাবা যেমন বাংলাদেশ ক্রিকেটের জন্য গড়েছেন অনন্য কীর্তি, তেমনি ছেলেও প্রতিভার ঝলক দেখালেন এবার।

বলছি কিংবদন্তি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এবং তার ছেলে মাহাদী ইসলামের কথা। . আমিনুল ইসলাম বুলবুল অন্তত দেড় দশক বাংলাদেশ দলের প্রধান ব্যাটিং ভরসা ছিলেন। শুধু তা-ই নয়, বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটা স্বর্ণাক্ষরেই লিখিয়েছেন তিনি।

১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। অন্যদিকে বুলবুলের ছেলে মাহাদী ইসলামও কম যান না। ক্রিকেটে হাতেখড়ি হয়েছে বেশ আগেই। নিজের ক্রিকেট-প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে। এই দলের হয়েই খেললেন নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ।

অবশ্য শুধু খেললেনই না, জিতে নিলেন চ্যাম্পিয়নশিপও! . শিরোপা হাতে বাবা-ছেলে। ছবি: ফেসবুক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার গৌরব অর্জন করেছে মাহাদী ইসলাম ও তার দল। পুরো দলে মাহাদী একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ছেলের খেলা দেখতে নিউজিল্যান্ড উপস্থিত হয়েছিলেন বুলবুলও। মাঠে বসেই দেখেন ছেলের কীর্তি। সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে মাহাদী ইসলাম। ছবি: ফেসবুক এর আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দলের হয়ে নিয়মিত খেলেছেন মাহাদী। শুধু ইনডোরই নয়, আউটডোর ক্রিকেটেও ট্রায়ালে রয়েছেন বুলবুল-পুত্র।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official