সাঈদ পান্থ:
শরতের দিনে সবার ঘরে খুশি পৌছে দিতে বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর আয়োজনে ‘সবার ঘরে শরৎ খুশি’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নগরীর প্রায় একশ দুস্থ নারীর মাঝে বস্ত্র বিতরন, সংগীতা, নৃত্য ও কমেডি শো অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে নগরী এ.কে ইন্সটিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান। দি অডেশাস্ এর সভাপতি সাঈদ পান্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা শান্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, এ.কে ইন্সটিটিউট এর ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবুল, পঞ্চসিড়ি গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সমাজসেবক অধির খাসকেল। অনুষ্ঠান সঞ্চলনা করেন অনিরুদ্ধ খাশকেল হিমাদ্রী ও র্দুজয় সিংহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের বড় বড় আন্দোলনে তরুনদের বড় ধরনে অবদান রয়েছে। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম। এ দেশ সব দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া স্রোতে দি অডেশাস্ও গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। অনুষ্ঠানে বরিশাল সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।