এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ধর্ম প্রচ্ছদ বরিশাল

বরিশালে পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলার উদ্বোধণ করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

শেখ সুমন :

আজ শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উদযাপিত হয় পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৭ম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসবের উদ্বোধণ করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী ।অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ভানু লাল দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব অপূর্ব অপু ।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোশারফ হোসেন, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃনাল কান্তি সাহা, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ এবং অপসোনিন ফার্মা লিমিটেডের প্রকল্প সমন্বয়কারী রফিকুর রহমান।

শারদীয় দুর্গা পূজায় বরিশাল মহানগরের সেরা নান্দনিক প্রতীমা তৈরীতে  পুরষ্কার গ্রহণ করে, পাষানময়ী কালিমাতার মন্দির, ফলপট্রি মহানগর পূজা মন্ডপ ও শ্রী শ্রী শংকর মঠ।

সেরা সাজসজ্জায় পুরষ্কার গ্রহণ করে, পাষানময়ী কালিমাতার মন্দির, ফলপট্রি মহানগর পূজা মন্ডপ ও অগ্রগামী যুব সংঘের দুর্গা পূজা।

সেরা আলোকসজ্জায় পুরষ্কার গ্রহণ করে, পাষানময়ী কালিমাতার মন্দির, জগন্নাথ দেবের মন্দির ও ভাটিখানা পূজা মন্ডপ ।

এবং সাবিকী প্রতীমা তৈরীতে পুরষ্কার গ্রহণ করে, সোনাঠাকুর প্রতিষ্ঠিত বড় কালিবাড়ি মন্দির, রামকৃষ্ণ মিশন ও সাগরদী পূজা মন্ডপ।

এছাড়াও সকল পূজা মন্ডপকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য ‘মহিষাসুরমর্দিনী’ মঞ্চায়ন করা হয়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official