টাঙ্গাইলের ঘাটাইলে ২২০০ পিম ইয়াবাসহ আ. রাজ্জাক (৩১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় ঘাটাইল থানার রসুলপুর ইউনিয়নের সাগরদিঘী হাতিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ও গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আ. রাজ্জাককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সিগারেটের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।