22 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশাল বাবুগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বরিশালের বাবুগঞ্জে কয়লা বোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকার আল-আরাবী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ পাঁচ রাস্তা এলাকার অটোরিকশা চালক রাহাত (২০) ও বাবুগঞ্জ ভেটেরিনারি মেডিসিন অনুষদের সেকশন অফিসার মো. রুপম (২৬)। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- ভেটেরিনারি মেডিসিন অনুষদের কর্মচারী তাজুল ইসলাম (৪০), ভেটেরিনারি এলাকার সুমন (১৮) ও সাঈদুল ইসলাম (২০)। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুর রহমান মুকুল জানান, বাবুগঞ্জের রহমতপুর থেকে মিরগঞ্জমুখী কয়লা বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-৩৪০৮ ) বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে একজন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত চারজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official

পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

banglarmukh official