জাতীয় কউন্সিল উদযাপন কমিটি -২০১৮ এর আহব্বানে গণমাধ্যম কর্মীদের শতভাগ পেশাদারিত্ব সুরক্ষা নিশ্চিত ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের সামাজিক মর্যাদাসহ রাষ্ট্রের মৌলিক অধিকারসমূহ তৃনমূল পর্যন্ত প্রতিষ্ঠা করার লক্ষ্যে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এস এস পি) এর ” জাতীয় কাউন্সিল -২০১৮ ” অনুষ্ঠিত হয়েছে । ১০ই নভেম্বর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকার ভিআইপি কনফারেন্স লাউঞ্জ (২য় তলা) য় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানটি উদ্বোধন করছেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব, বিটিআর-সি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীর । অনুষ্ঠানে এস এম সামছুল আলম নিক্সসন কে সভাপতি , জালাল উদ্দিন জুয়েল কে সাধারণ সম্পাদক এবং বরিশাল প্রহর অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশ মোঃ নাছিম শরীফ কে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় ।