শামীম ইসলাম:
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই যাত্রী নিখোজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, নৌপুলিশ এবং ফায়ার সার্ভিস মাঝ নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিভাবে নিঁখোজ যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
রবিবার সন্ধ্যায় শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পীডবোট ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। চায়না চ্যানেলের কাছে বিকল হয়ে পড়লে ডাম্ব ফেরি সাথে ধাক্কা লেগে স্পীডবোটটি ডুবে যায়।
পুলিশ জানায়, এই ঘটনায় ২২ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও এখনও দুই জন যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাকির হোসেন মোল্লা জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় দুই যাত্রী নিখোজ রয়েছে। স্পীডবোট বিকল হয়ে গেলে ফেরির ধাক্কায় তা ডুবে যায়। নিখোঁদের উদ্ধারে তৎপরতা চলছে।