মুক্তামণির মতো বিরল রোগে আক্রান্ত আরেক শিশুর সন্ধান পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের টেগাটাপাড়া গ্রামের স্বর্ণালির ডান হাতে মুক্তামণির মতো রোগ দেখা দিয়েছে।
জন্মের সময় ছোট কালো দাগ থেকে এখন পুরো হাতেই ছড়িয়ে পড়েছে এ রোগ। এ নিয়ে চরম বেকায়দায় ও মানসিকভাবে দিশাহারা হয়ে পড়েছেন স্বর্ণালির বাবা-মা। স্বর্ণালির বয়স এখন ১২ বছর। স্থানীয় নোনামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সে। তার বাবা আবদুল মান্নান দুর্গাপুরের দাওকান্দি কলেজের পিয়ন ও মা রুমা বেগম গৃহিণী। স্বর্ণালির ডান হাতে জন্মের পর থেকে কালো দাগ থেকে এ রোগের উত্পত্তি। বিরল এ রোগের কোনো চিকিৎসা নেই ভেবে এত দিন ডাক্তার দেখাননি বাবা-মা। তবে পত্রপত্রিকায় মুক্তামণির রোগ ও চিকিৎসা নিয়ে খবর প্রকাশের পর তা দেখে মনে সাহস জেগেছে তাদের। এ রোগ ভালো হয়ে যেতে পারে এ আশায় তারা ছুটে যান চিকিৎসকের কাছে। তবে অপারেশন বাবদ যে টাকার হিসাব দেওয়া হয়েছে, এ ব্যয়ভার জোগানো কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব নয়। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে স্বর্ণালির মা রুমা বেগম ও বাবা আবদুল মান্নান জানান, মুক্তামণির হাতে যে বিরল রোগ, তার মেয়ের হাতেও একই রোগ বাসা বেঁধেছে।