সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৪৭ দিন। ইতিমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনে ৩ শতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র ক্রয় করেছেন। রাজনৈতিক সচেতনরা মনে করছেন এই নির্বাচনে আওয়ামী লীগের অনেক পরীক্ষিত নেতা মনোনয়ন যুদ্ধে নেমেছেন। ছাত্র ও যুব রাজনীতিতে তেমনই ৩ জন বরিশাল কাঁপানো নেতা এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর এতে আলোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। অনেক নেতা ইতিমধ্যে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন পরীক্ষিত এই ৩ নেতার ভোট যুদ্ধে নামার।
এই ৩ নেতা হলেন বরিশাল জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, তারিক-বিন ইসলাম ও ভিপি জুয়েল। জানা গেছে ৩টি সংসদীয় আসন বরিশাল ৪,৬ এবং পিরোজপুর ৩ আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন তারা। এরমধ্যে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসন থেকে জাকির হোসেন, বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন থেকে তারিক-বিন ইসলাম ও বরিশাল ৬ (বাকেরগঞ্জ)আসন থেকে ভিপি জুয়েল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রত্যেক নেতাই মনে করছেন সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। মূলত ভোটারদের চাহিদার উপর ভিত্তি করে এরা নির্বাচনে এসেছে। তবে মনোনয়ন নিয়ে তাদের উদ্বেগের কোন কারণ নেই। দলের সিদ্ধান্তকে সর্বাগ্রে এবং সমর্থকদের সম্মান জানিয়েই এই যুদ্ধে নেমেছেন। দল মনোনয়ন দিলে উল্লেখিত কেন্দ্রগুলো প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবেন বলে আস্থা রয়েছে তাদের।
কিন্তু দল যদি তাদের থেকে যোগ্য কাউকে মনে করে তাহলে দলের সমর্থিত প্রার্থীর হয়েই মাঠেকাজ করবে বলে মতবাদকে জানিয়েছেন এই ৩ নেতা। বরিশালের রাজনৈতিক ইতিহাস বলছে আলীগের দুর্দিনে শত প্রতিকুলতার মাঝে দলের আদর্শকে সমুন্নত দেখে চড়াই উৎড়াই পার করেছেন তারা। এর প্রতিদান না চাইলেও দল সুযোগ দিলে আরও ভাল কিছু করে দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এ বিষয়ে পিরোজপুর ৩ (মঠবাড়িয়া আসনের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন বলেন, বরিশাল বিএম কলেজের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। দলের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছি। তাই আশা করছি মনোনয়ন পাওয়ার যোগ্যতা আর মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হবো।
ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আর যদি হাইকমান্ড মহাজোটের প্রার্থী বাছাই করে তাহলে দলের স্বার্থেই কাজ করবো।
বরিশাল ৪ আসনের (হিজলা- মেহেন্দিঞ্জ) মনোনয়ন প্রত্যাশী তারিক-বিন ইসলাম বলেন, আমার পূর্ব পুরুষ আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমিও ব্যতিক্রম নই। আমার আসন থেকে আ’লীগ সমর্থিত ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তারাও দক্ষ ও যোগ্য নেতৃত্বের অধিকারী। রাজনীতির ময়দানে এসব নেতৃবৃন্দের চেয়েও আমার অবদান বেশি। তাছাড়া দল যে সিদ্ধান্ত গ্রহণ করতে তা মাথা পেতে নিবো।
বরিশাল ৬ আসনের (বাকেরগঞ্জ) মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট এ. এম মেজবাহ উদ্দীন জুয়েল বলেন, ১০০ ভাগের মধ্যে ৭৫ ভাগ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবো। তাছাড়া এই আসনে মহাজোটের প্রার্থীর ২৫ ভাগ ভোট রয়েছে। এমনকি আ’লীগের সমর্থনে ৩ জন মনোনয়ন সংগ্রহ করলেও তারা হিসেবের বাহিরে রয়েছে।